Site icon Jamuna Television

হিজড়া জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ দীপ্ত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

হিজড়া জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে দীপ্ত ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

শনিবার দুপুরে রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জে ইফতার সামগ্রীর পাশাপাশি নগদ টাকা ও ধর্মীয় বই প্রদান করা হয়। সুবিধাবঞ্চিত মানুষরা যেনো রমজানে স্বাচ্ছন্দ্যে রোজা পালন করতে পারে সে উদ্দেশে এই কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।

অনুষ্ঠানে হিজড়াদের জীবন ও দুর্ভোগের চিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সুবহানী, মহাসচিব অবসরপ্রাপ্ত কর্নেল ফরিদ উদ্দিন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রশিদুল আলম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তুষার বিন ইউনুস। অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক ব্যক্তিদের নিয়ে ফাউন্ডেশনটি গঠিত হয়েছে।

ইউএইচ/

Exit mobile version