Site icon Jamuna Television

ঘরে বিস্ফোরণে দগ্ধ মুন্সিগঞ্জের মেয়রের স্ত্রীর মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের মিরকাদিমে পৌর মেয়র আব্দুস সালামের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মেয়রের স্ত্রী কানন বেগম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১০ এপ্রিল) দুপুর ১টার দিকে রাজধানী ঢাকার শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই মো. রবিন।

চিকিৎসকের বরাতে তিনি জানান, নিহতের শরীরের ৬০ ভাগ পুড়ে গিয়েছিলো। এর আগে শুক্রবার (৯ এপ্রিল) তার শারীরিক অবস্থার অবনতি হলে ৭২ ঘণ্টার জন্য লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিলো।

এদিকে, ওই ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি অপর ১২ জনের মধ্যে পৌরসভার এক কর্মকর্তা মনির হোসেনসহ (৫০) আরও ২ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৬ এপ্রিল) রাত নয়টার দিকে পৌরসভার রামগোপালপুর এলাকায় কাউন্সিলর ও অন্যদের সাথে নিজ বাড়িতে পৌরসভার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে মেয়র আব্দুস সালাম আলোচনায় বসেন। এর কিছুক্ষণ পরই বিকট শব্দে ওই বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পৌর মেয়রের স্ত্রী কানন বেগম (৪০), ২ প্যানেল মেয়র রহিম বাদশা (৫৫), আওলাদ (৪০), কাউন্সিলর দ্বীন ইসলাম, মো. সোহেলসহ যুবলীগ কর্মী তাইজুল (২০), মো. মোশারফ (৬২), মনির হোসেন (৫০), শ্যামল দাশ (৪৫), পান্না (৫০), কালু (৪০), কানন (৪০) ও মহিউদ্দিনসহ মোট ১৩ জন দগ্ধ হয়। ঘটনার পরই ১২ জনকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে প্রেরণ করা হয়েছিলো।

বিস্ফোরণের পর বিষয়টি প্রতিপক্ষের পরিকল্পিত হামলা হতে পারে বলে অভিযোগ তুলেছেন আহতদের স্বজনরা। তবে ঘটনার পর সিআইডির বোমা নিষ্ক্রিয় টিম, ফায়ার সার্ভিস ও জেলা পুলিশ ঘটনাস্থলের আলামত পরীক্ষার পর বিস্ফোরণটি বাড়ির গ্যাস লাইনের লিকেজ থেকে হয়েছে বলে নিশ্চিত করেন।

ইউএইচ/

Exit mobile version