Site icon Jamuna Television

করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ নিলেন ক্রিকেটাররা

করোনা ভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা। শনিবার সকাল ১১টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন নিতে আসেন জাতীয় দলের ক্রিকেটাররা।

ওয়ানডে অধিনায়ক তামিম ইকাবল, তাসকিন আহমদের মতো ক্রিকেটারদের পাশাপাশি হাজির হয়েছিলেন রাসেল ডমিঙ্গো সহ জাতীয় দলের সব কোচিং স্টাফ। নিউজিল্যান্ড সফরের আগে যে ক্রিকেটার ও স্টাফরা ভ্যাকসিন নিয়েছিলেন তারা নিয়েছেন দ্বিতীয় ডোজ। আর শ্রীলংকা সফরের সাপোর্ট স্টাফের কয়েকজন নিয়েছেন প্রথম টিকা।

সব মিলে ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, বিসিবির কমর্তকর্তা সহ মোট ২৯ জন ভ্যাকসিন নিয়েছেন শনিবার।

Exit mobile version