Site icon Jamuna Television

বাগেরহাটে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিশুদ্ধ পানির সঙ্কটে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। গত ১০ দিনে ডায়রিয়া আক্রান্ত হয়ে শরণখোলা হাসপাতালে নারী ও শিশুসহ ভর্তি হয়েছেন ৬২ জন রোগী।

এদের মধ্যে শিশুসহ ৪০জন বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। বাকীরা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও আক্রান্ত’র সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় ও জনবল সঙ্কটে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেইসাথে হাসপাতালে শয্যা সংখ্যা কম থাকায় বাধ্য হয়ে অস্বাস্থ্যকর পরিবেশে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডাক্তার ফয়সাল আহম্মদ বলেন, এলাকায় সুপেয় পানির অভাবে এলাকার মানুষ বিশুদ্ধ পানি না পাওয়ায় ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। এজন্য স্থানীয়দের পানি সমস্যা সমাধানে ভূমিকা রাখতে হবে। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ডায়রিয়া রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে।

Exit mobile version