Site icon Jamuna Television

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো ঠেকাতে করা আবেদন ভারতের সুপ্রিম কোর্টে খারিজ

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো ঠেকাতে করা আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ফলে কাশ্মিরে আশ্রয় নেয়া ১৭০ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাবে দিল্লি।কাশ্মিরে আটক রোহিঙ্গাদের পক্ষে ওই পিটিশন দাখিল করেন ২ শরণার্থী।

আবেদনে বলা হয়, তাদের বেআইনিভাবে কারাগারে আটকে রেখেছে ভারত সরকার। ভারতের সংবিধান অনুযায়ী কারও জীবন ও স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করার অধিকার সরকারের নেই বলেও উল্লেখ করা হয়।

তবে রায়ে প্রধান বিচারপতি শরৎ বোবদে বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়টি পুরোপুরি সরকারের এখতিয়ার। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুকে মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যু বলেও উল্লেখ করেন বোবদে।

তিনি আরও বলেন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয় ভারত। তাই অবৈধ অভিবাসীদের থেকে নিজেকে রক্ষা করতে যা ইচ্ছে তাই করতে পারে দিল্লি।

ইউএইচ/

Exit mobile version