Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবে ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব

ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত সরকারি-বেসরকারি স্থাপনা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তীর নেতৃত্বে ৪ সদস্য’র প্রতিনিধি দল।

শনিবার দুপুরে জেলা পরিষদ, পৌরসভা, প্রেসক্লাব, পৌর ভূমি অফিস, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তারা।

অতিরিক্ত সচিব বলেন, তাণ্ডবে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলি পরিদর্শনের নির্দেশ দিয়েছেন মন্ত্রী তাজুল ইসলাম। এ ব্যাপারে দ্রুত একটি প্রতিবেদন মন্ত্রীর কাছে পেশ করা হবে। খুব শিগগিরই ক্ষতিগ্রস্ত জেলা পরিষদ ও পৌরসভার সংস্কার কাজের উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version