Site icon Jamuna Television

মামুনুলের রিসোর্টকাণ্ড: আরও ৩টি মামলা

নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হকের রিসোর্ট কাণ্ডের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনায় সংগঠনের সদস্যদের বিরুদ্ধে আরও ৩টি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলায় প্রধান আসামি মামুনুল হক।

গতরাতে সোনারগাঁওয়ে আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন স্তরের নেতারা মামলা তিনটি করেন। সোনারগাঁও থানায় তিনটি মামলায় ২৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪শ’ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয়েছে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে।

এছাড়াও সোনারগাঁওয়ে মামুনুল কাণ্ডে এর আগে পুলিশ বাদি হয়ে ২টি ও স্থানীয় একজন সাংবাদিককে মারধর ঘটনায় ১টি মামলা হয়েছিল। এ ঘটনায় এ পর্যন্ত মোট ৬টি মামলা হলো।

ইউএইচ/

Exit mobile version