Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে ১০০ মণ জাটকাসহ ট্রাক জব্দ

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ১০০ মণ (৪ হাজার কেজি) জাটকা ইলিশসহ একটি পণ্যবাহী ট্রাক জব্দ করেছে নৌ-পুলিশ।

শনিবার ভোর ৪টার দিকে উপজেলার হলদিয়া নামক স্থানে ঢাকামুখি ওই ট্রাকটি আটকের পর তল্লাশি চালিয়ে ২০টি ড্রাম ভর্তি এসব জাটকা ইলিশ উদ্ধার করা হয়। এসব মাছের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানিয়েছে নৌ-পুলিশ। পরে সকাল ৮টার দিকে উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুস্থ পরিবারের মাঝে জব্দকৃত জাটকাগুলো বিতরণ করা হয়।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, শিমুলিয়া ঘাট থেকে ঢাকায় জাটকা নেওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে হলদিয়া এলাকার সড়কে অবস্থান নেই। ভোরে ওই সড়কে আমাদের অবস্থানের কিছুটা অদূরে একটি ট্রাক রেখে পালিয়ে যায় ট্রাকে থাকা লোকজন।

তিনি বলেন, বিষয়টি সন্দেহ হওয়ায় ট্রাকটি আটক করে তল্লাশি চালিয়ে ৪ হাজার কেজি (১০০ মণ) জাটকা ইলিশ জব্দ করি। পরে সকালে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও দুস্থ পরিবারের মাঝে মাছগুলো বিতরণ করা হয়েছে। জাটকার সাথে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি, পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি নৌ-পুলিশের হেফাজতে রয়েছে।

ইউএইচ/

Exit mobile version