Site icon Jamuna Television

রাজশাহীতে বন্ধুর ছুরিকাঘাতে আনসার সদস্য নিহত

রাজশাহীতে বন্ধুর ছুরিকাঘাতে নিহত হয়েছেন হ্যান্ডবল খেলোয়াড় ও আনসার সদস্য মিজানুর রহমান। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হেতম খাঁ ওয়াসা ভবনের ভেতরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক ও অভিযুক্ত বন্ধু মাধব কুমার সরকারকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

পুলিশের জানায়, মিজানুর টাঙ্গাইলের সখিপুর আনসার ক্যাম্প থেকে ছুটিতে বাড়িতে এসেছিলেন। আজ সন্ধ্যায় একটি টং দোকানে লাইট জ্বালানো নিয়ে মিজানুর ও মাধবের মধ্যে হাতাহাতি হয়।

এরপরে আশেপাশের লোকজন সেটি মধ্যস্থতা করে দিলে মিজান ওয়াসা ভবনের ভেতরে যান। কিছুক্ষণ পরে মাধব সেখানে উপস্থিত হয়ে মিজানের গলায় ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মাধবের বাড়ি ঘিরে রাখে ও দফায় দফায় হামলার চেষ্টা চালায়। পরে অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

Exit mobile version