Site icon Jamuna Television

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রী আটক

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রী আটক

পরকীয়ার জেরে জয়নাল আবেদিন নামে এক সবজি বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রী লিমা আকতারকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ এপ্রিল) সকালে বাড়বকুন্ডের তেলিপাড়া গ্রামে পুকুর থেকে উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মর্গে।

স্বজনরা জানান, নিহত জয়নালের সাথে ১০ বছর আগে লিমার বিয়ে হয়। স্ত্রী লিমার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে প্রায়ই দুজনের ঝগড়া হতো। এ নিয়ে গ্রামে কয়েকবার সালিশও বসে।

পুলিশের ধারণা স্ত্রী ও তার কথিত প্রেমিকের হাতে খুন হয়েছেন জয়নাল। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

Exit mobile version