Site icon Jamuna Television

লিডসের কাছে হারলো ম্যান সিটি, জয় পেয়েছে লিভারপুল

১০ জনের লিডস ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরে গেছে চ্যাম্পিয়নশিপ জয়ের পথে থাকা ম্যানচেস্টার সিটি। তবে একই ব্যবধানে শক্তিশালী অ্যাস্টনভিলাকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।

ঘরের মাঠ অ্যানফিল্ডে আধিপত্য থাকলেও প্রথমার্ধে গোল পায়নি লিভারপুল। গোলরক্ষককে একা পেয়েও সুযোগ হাতছাড়া করেন সালাহ। উল্টো ৪৩ মিনিটে ওলি ওয়াটকিনসের গোলে লিড নেয় অ্যাস্টন ভিলা। ৫৭ মিনিটে ওই সালাহর গোলেই সমতায় ফেরে দ্যা রেডস।

আর ইনজুরি টাইমে আলেকজান্ডার আর্নল্ড গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। এই জয়ে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে য়্যুর্গেন ক্লপ শিষ্যরা।

ইউএইচ/

Exit mobile version