Site icon Jamuna Television

পারমাণবিক বোমা তৈরির পথে আরও একধাপ এগিয়ে গেলো ইরান

পারমাণবিক বোমা তৈরির পথে আরও একধাপ এগিয়ে গেলো ইরান

চুক্তি ভেঙ্গে পারমাণবিক বোমা তৈরির পথে আরও একধাপ এগুলো ইরান। শনিবার ইউরেনিয়াম সমৃদ্ধের ভিডিও প্রকাশ করে দেশটি।

নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ‘১৬৪ আইআর- সিক্স’ সেন্ট্রিফিউজের বক্সগুলো আনুষ্ঠানিকভাবে বিজ্ঞানীদের হাতে তুলে দেন প্রেসিডেন্ট।

সরকারের দাবি, এ তেজস্ক্রিয় পদার্থ এবং ইউরেনিয়ামের সংযোগে বিদ্যুৎ উৎপাদন করা হবে। কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদানও এগুলো।

গেলো মঙ্গলবার, যুক্তরাষ্ট্রকে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। যার ধারাবাহিকতায়, অন্যান্য বিশ্বশক্তির সাথে আলোচনায় বসে ইরান। শান্তি প্রক্রিয়া চলাকালে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু হওয়ায় তেহরানের উদ্দেশ্য নিয়ে গোটা বিশ্ব উদ্বিগ্ন।

Exit mobile version