Site icon Jamuna Television

১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রিন্স ফিলিপের অন্ত্যেষ্টিক্রিয়া

১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে ডিউক অব এডিনবরা এবং ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের অন্ত্যেষ্টিক্রিয়া।

ব্রিটিশ রাজপ্রাসাদ শনিবার জানায় এ তথ্য। শেষকৃত্যে প্রিন্স হ্যারি উপস্থিত থাকবেন বলে জানিয়েছে প্রাসাদ মুখপাত্র।

গত শুক্রবার ৯৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন প্রিন্স ফিলিপ। তার মরদেহ উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জের চ্যাপেলে রাখা হবে। সেখানে পালিত হবে জাতীয় নীরবতা; অবশ্য থাকবে না জনসাধারণের প্রবেশাধিকার।

অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকতে পারবেন মাত্র ৩০ জন। যাতে থাকবেন না খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনাবিধি মানতেই এ সীমিত আয়োজন। প্রিন্স ফিলিপের সম্মানে শনিবার ব্রিটেনের বিভিন্ন জায়গা থেকে সমন্বিত ও বর্ণাঢ্য তোপধ্বনি করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version