Site icon Jamuna Television

১৪ই এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণার পরই বাজারে উপচেপড়া ভিড়

১৪ই এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণার পরই বাজারে উপচেপড়া ভিড়

১৪ই এপ্রিল থেকে লকডাউন ঘোষণা দেয়ায় দেশের বিভিন্নস্থানে দোকানপাট-বাজারে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধি নির্দেশনা বা সামাজিক দূরত্ব মানছে না কেউ।

রোববার সকাল থেকে বিপণীবিতানগুলোয় দেখা যায় মানুষের বিপুল মানুষের সমাগম।

ক্রেতারা বলছেন, ১৪ই এপ্রিল লকডাউন ঘোষণা দেয়ায় পূর্ব প্রস্তুতি হিসেবে শুরু করেছে কেনাকাটা।

ব্যবসায়ীরা জানায়, একসাথে বেশি মানুষ জড়ো হওয়ায় কোনভাবেই সামাজিক দূরত্ব নিশ্চিত করা যাচ্ছে না। তবে প্রশাসনের দাবি লকডাউন যথাযথ কার্যকর করতে বিভিন্ন কার্যক্রম চালু করা হয়েছে।

Exit mobile version