Site icon Jamuna Television

ইউক্রেনকে অস্ত্রবিরতি কার্যকর করে মীমাংসায় পৌঁছানোর তাগিদ এরদোগানের

ইউক্রেনকে অস্ত্রবিরতি কার্যকর করে মীমাংসায় পৌঁছানোর তাগিদ এরদোগানের

ইউক্রেনের পূর্বাঞ্চলে অস্ত্রবিরতি কার্যকর এবং শিগগিরই রাশিয়ার সাথে আলোচনার মাধ্যমে মীমাংসায় পৌঁছানোর তাগিদ দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

ইস্তাম্বুলে দুদিনের সফরে এসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমের জেলেনস্কি। তার সাথে দ্বিপাক্ষিক সংবাদ সম্মেলনেই ডোনবাস এলাকায় চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এরদোগান। ২০১৪ সাল থেকে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর দখলে ইউক্রেনের ঐ অঞ্চলটি।

সম্প্রতি সীমান্তে সেনা মোতায়েন করেছে রাশিয়া। হুঁশিয়ারি দিয়েছে- সহিংসতা কমাতে না পারলে; ক্রাইমিয়ার মতো এ এলাকাটিও নিয়ন্ত্রণে নেবে পুতিন সরকার। বিষয়টি নিয়ে এরইমাঝে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইইউ।

Exit mobile version