Site icon Jamuna Television

বরিশালে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ২

বরিশালে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ রোববার ভোর রাতে প্রত্যন্ত অঞ্চল মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া সুলতানী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সীমানা জটিলতার কারণে কয়েক মাস আগে উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। তবে বিরোধ থেকে যায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের মাঝে। ভোর রাতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মিলন চৌধুরীর কর্মী-সমর্থকরা সুলতানী গ্রামে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুমা বেগমের সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

এ সময় তারাও প্রতিরোধ গড়ে তোলে। এতে দুই পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয় সাইফুল সর্দার নামে একজন। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রুমা বেগমের সমর্থক ছিলেন। গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সকালে মৃত্যু হয় মিলন চৌধুরীর চাচাতো ভাই সাঈদ চৌধুরী। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি। মামলা দায়েরেও প্রস্তুতি চলছে।

ইউএইচ/

Exit mobile version