Site icon Jamuna Television

সড়কে ঘরমুখো মানুষের ঢল

কঠোর লকডাউনের আগে যে যেভাবে পারছেন সেভাবেই ঢাকা ছাড়ছেন। দূর পাল্লার গাড়ি না পাওয়ায় চরম ভোগান্তি পড়েছেন সাধারণ মানুষ।

সোমবার ভোর থেকেই গাবতলীসহ রাজধানীর বিভিন্ন বাহির পথে ঘরমুখো মানুষের ভিড়। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ঢাকা ছাড়ছেন বেশি। সড়কের পাশে শত শত যাত্রী অপেক্ষা করছেন। কোনো প্রাইভেট কার কিংবা পিকাপ থামতে দেখলেই হুমড়ি খেয়ে পরছেন অনেকেই। তিন চারগুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন সবাই।

তারপরেও মিলছে না বাহন। বাধ্য হয়ে বাড়ির পথে অন্তত যতদূর যাওয়া যায় সিএনজি, বাইক এমনকি ব্যাটারি চালিত অটোরিকশায়ও যাত্রা করছেন অনেক মানুষ।

তাদের দাবি, লকডাউনে ঢাকায় থাকলে আহার জুটবে না। পেটের তাগিদে ঢাকায় এসেছিলেন, এখন পেটের তাগিদে ঢাকা ছাড়ছেন।

ইউএইচ/

Exit mobile version