Site icon Jamuna Television

পয়েন্ট হারালো অ্যাটলেটিকো মাদ্রিদ

জমে উঠেছে স্প্যানিশ লা লিগা। পয়েন্ট হারিয়েছে টেবিল টপার অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল বেটিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ডিয়াগো সিমিওনের দল।

অবশ্য শুরুটা দারুণ ছিলো অ্যাটলেটিকো মাদ্রিদের। রিয়াল বেটিসের ঘরের মাঠে ম্যাচের চার মিনিটেই অ্যাটলেটিকোকে এগিয়ে নেন দলের বেলজিয়ান ফরোয়ার্ড ইয়েনিক ক্যারাসকো। ২০ মিনিটে তেলোর গোলে সমতায় ফেরে বেটিস। ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি কোনো দলই।

ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় লম্বা বিরতির পর শিরোপা জয়ের স্বপ্ন দেখা অ্যাটলেটিকো মাদ্রিদকে। যদিও ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে দলটি। তবে মাত্র ১ পয়েন্টে পিছিয়ে রিয়াল মাদ্রিদ। আর ৬৫ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা।

ইউএইচ/

Exit mobile version