Site icon Jamuna Television

ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট, আঙুল মোসাদের দিকে

নাতাঞ্জ পরমাণু কেন্দ্রের বিদ্যুৎ ব্যবস্থার দুর্ঘটনাকে নাশকতা বলে অভিহিত করেছে ইরান। এর জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের দিকে আঙুল তুলেছে দেশটি।বিষয়টিকে ‘সন্ত্রাসী তৎপরতা’ বলেও আখ্যা দিয়েছে তেহরান।

তেহরান জানিয়েছে, দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়া হবে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম বলছে, অত্যাধুনিক পরমাণু কেন্দ্রটিতে সাইবার হামলা চালানো হয় মোসাদের নেতৃত্বে। এরপরই নাতাঞ্জের বৈদ্যুতিক গ্রিডে জটিলতা দেখা দেয়। যদিও ইরানি বিদ্যুৎকেন্দ্রে হামলা নিয়ে তেলআবিবের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি ঠেকানোর চেষ্টা অব্যাহত থাকবে।

এদিকে, নাতাঞ্জ কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সেন্ট্রিফিউজ চালু করার একদিন পরই ঘটে এ দুর্ঘটনা। বিদ্যুৎ ও জ্বালানী উৎপাদনে এই সমৃদ্ধকরণের দাবি তেহরানের।

ইউএইচ/

Exit mobile version