Site icon Jamuna Television

চীনের কয়লা খনিতে দুর্ঘটনা, আটকা পড়েছেন ২১ শ্রমিক

চীনের শিনজিয়াং প্রদেশে একটি কয়লা খনিতে দুর্ঘটনার পর সেখানে আটকা পড়েছেন ২১ শ্রমিক। শনিবার খনিতে বিস্ফোরণের পর একাংশ প্লাবিত হয়।

এরপরই সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় খনির ভেতরে ২৯ শ্রমিক অবস্থান করছিলেন। কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত ৮ জনকে উদ্ধার করা হয়। তবে ভেতরের দিকে অবস্থান করায় আটকা পড়েন ২১ জন।

উদ্ধারকারী দলের মুখপাত্র জানান, খনির ভেতরের অংশে পানি ভরে যাওয়ায় তাদের বের করে আনা কঠিন হয়ে উঠেছে। উদ্ধারকাজে দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের কর্মীদের পাশাপাশি যোগ দিয়েছেন সামরিক বাহিনীর সদস্যরাও।

ইউএইচ/

Exit mobile version