Site icon Jamuna Television

সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। করোনা প্রতিরোধে কঠোরবিধি নিষেধ আরোপ করে দেয়া হয়েছে ১৩ দফা নির্দেশনা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বুধবার ভোর ৬টা থেকে সকল সরকারি, বেসরকারি অফিস ও পরিবহন বন্ধ থাকবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। এদিকে, খাবার দোকান দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা ও রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত খোলা থাকবে। তবে এই সময়ে কেউ রেস্তোরাঁয় বসে খেতে পারবেন না। খাবার প্যাকেট করে বাসায় নিয়ে যেতে হবে।

বন্ধ থাকবে শপিংমলসহ অন্যান্য দোকান। স্বাস্থ্যবিধি মেনে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।

নির্দেশনা অনুযায়ী ১৪ থেকে ২১ এপ্রিল বন্ধ থাকবে সব সরকারি বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠান। চলবে না কোন বাস-ট্রেন-লঞ্চ। বন্ধ থাকবে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটও। তবে স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে শিল্প কারখানা।

শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান জানান, গার্মেন্ট ও কল কারাখানায় শ্রমিক পরিবহণ ও স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে তা তদারকি করবে মন্ত্রণালয়। কঠোর বিধিনিষেধের সময় অতি প্রয়োজন অতিপ্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না।

Exit mobile version