Site icon Jamuna Television

লঙ্কা গিয়েই আইসোলেশনে টাইগাররা

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে লঙ্কা পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে গিয়ে করোনা পরীক্ষা শেষে ৩ দিনের কোয়ারেন্টাইনে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

কলোম্বতে ৩ দিনের রুম আইসোলেশন শেষে দুই দিনের একটু প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের। ২১ সদস্য দলের মধ্য দুই ভাগে বিভক্ত হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার পরে দুই ম্যাচের টেস্টে অংশ নিতে ক্যান্ডি যাবে টাইগাররা। এর আগে সকালে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছেড়ে ছিলো বাংলাদেশ ক্রিকেট দল।

আগামী ২১ এপ্রিল শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে ২৯ এপ্রিল। দু’টি টেস্টই অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। লঙ্কানদের বিপক্ষে এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

Exit mobile version