Site icon Jamuna Television

লকডাউনে বন্ধ থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

আগামী ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত টানা আটদিনের লকডাউনে বন্ধ থাকবে সব ব্যাংক। সোমবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, এ সময়ে ব্যাংক শাখার পাশাপাশি আর্থিক সেবা দেয়া ব্যাংকের সকল উপশাখা, বুথ ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে।

তবে সার্বক্ষণিক খোলা থাকবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইন সব সেবা। তবে এই সময়ে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা আমদানি-রফতানি কার্যক্রমের জন্য খোলা রাখা যাবে। এর আগের লকডাউনে সব ব্যাংক খোলা ছিল।

আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। করোনা প্রতিরোধে কঠোরবিধি নিষেধ আরোপ করে দেয়া হয়েছে ১৩ দফা নির্দেশনা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বুধবার ভোর ৬টা থেকে সকল সরকারি, বেসরকারি অফিস ও পরিবহন বন্ধ থাকবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। এদিকে, খাবার দোকান দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা ও রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত খোলা থাকবে। তবে এই সময়ে কেউ রেস্তোরাঁয় বসে খেতে পারবেন না। খাবার প্যাকেট করে বাসায় নিয়ে যেতে হবে।

Exit mobile version