Site icon Jamuna Television

ভারতের সুপ্রিম কোর্টে কোরআনের ২৬টি আয়াত নিষিদ্ধের দাবি খারিজ

দিল্লির জামা মসজিদের সামনে সৈয়দ ওয়াসিম রিজভির বিরুদ্ধে বিক্ষোভ। ছবি- বিবিসি।

ভারতের সুপ্রিম কোর্ট সরাসরি ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরানের ২৬টি আয়াত নিষিদ্ধ ঘোষণার দাবিতে করা একটি জনস্বার্থ পিটিশন খারিজ করে দিয়েছে।

সোমবার ওই আদেশে এরকম একটি ‘সম্পূর্ণ অর্থহীন’ পিটিশন দাখিল করার জন্য আবেদনকারী সৈয়দ ওয়াসিম রিজভির ৫০,০০০ রুপি জরিমানাও করা হয়েছে। খবর বিবিসির।

খবরে বলা হয়, সৈয়দ ওয়াসিম রিজভি উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের একজন সাবেক চেয়ারম্যান এবং দেশের শিয়া মুসলিম সমাজের একজন প্রভাবশালী নেতা। গত ডিসেম্বরে তিনি কোরানের বিশেষ কয়েকটি আয়াত অসাংবিধানিক ঘোষণার দাবিতে শীর্ষ আদালতের শরণাপন্ন হয়েছিলেন। এই আয়াতগুলো মূল কোরানের অংশ নয় বলেও পিটিশনে দাবি করা হয়েছিল।

Exit mobile version