Site icon Jamuna Television

বাংলাদেশ সফররত দক্ষিণ আফ্রিকার ৫ নারী ক্রিকেটার করোনা আক্রান্ত

বাংলাদেশ সফররত দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের পাঁচ ক্রিকেটার করোনা পজেটিভ হয়েছেন।

সোমবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তারা করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়। ফলাফল আসে রাতে। সেই সময় তারা দেশের পথে ঢাকায় অবস্থান করছিলেন।

কোভিড পজেটিভ হওয়া ৫ ক্রিকেটার হচ্ছেন মাতশিপি লেতসোলো, সিনালো জাফটা, লিয়াহ জোনস, নোবুলুমকো বানেটি এবং রবিন শার্লি। লকডাউনের সময় আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় ১৩ই এপ্রিল সিরিজের শেষ ওয়ানডে না খেলেই দেশে ফেরার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। ১৩ই এপ্রিল দুবাই হয়ে দক্ষিণ আফ্রিকা পৌছানোর কথা নারী ইমার্জিং দলের৷

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল যমুনা নিউজকে জানান, এই পাঁচ নারী ক্রিকেটারকে হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে। পরিস্থিতি বুঝে প্রয়োজনে তাদের হাসপাতালে পাঠানো হবে। বাকিরা দক্ষিণ আফ্রিকা ফিরে যাচ্ছে।

Exit mobile version