Site icon Jamuna Television

বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি আরও সাড়ে ৮ হাজারের বেশি

বিশ্বজুড়ে আরও সাড়ে ৮ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। মোট প্রাণহানি ২৯ লাখ ৫৮ হাজার ছাড়ালো।

দৈনিক মৃত্যুর শীর্ষে এখনো ব্রাজিল। ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ১৭শ’র বেশি মানুষ। তবে শনাক্তের পরিমাণ নেমে এসেছে ৩৯ হাজারে।

অন্যদিকে, ভারতে সোমবারও এক লাখ ৬১ হাজারের কাছাকাছি মানুষের দেহে মিলেছে করোনাভাইরাস। দেশটিতে প্রাণ হারিয়েছেন ৮৮০ জন। দিনের তৃতীয় সর্বোচ্চ ৪৫৩ জনের মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র। দেশটিতে আরও ৫৪ হাজার মানুষের শরীরে মিললো ভাইরাসটির উপস্থিতি।

এদিন ইতালি, ফ্রান্স ও পেরুতে করোনায় সাড়ে তিনশ’র বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। একদিনে বিশ্বজুড়ে শনাক্ত ৫ লাখ ৮২ হাজারের বেশি। মোট শনাক্ত ১৩ কোটি ৭২ লাখের ওপর।

ইউএইচ/

Exit mobile version