Site icon Jamuna Television

মুসলিম বিশ্বে শুরু হলো পবিত্র সিয়াম সাধনার মাস

মুসলিম বিশ্বে শুরু হলো পবিত্র সিয়াম সাধনার মাস। ভৌগলিক অবস্থানের কারণে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই আজ পালিত হচ্ছে রোজা।

রাতেই পবিত্র কাবা শরীফে করোনা শিষ্টাচার মেনে তারাবিহ পড়েন মুসল্লিরা। মহামারির বিধিনিষেধ থাকায় হাতেগোনা সৌভাগ্যবান পেয়েছেন সেই নামাজ পড়ার সুযোগ।

এদিকে, সর্বোচ্চ মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়াতেও আজ থেকে শুরু পবিত্র রমজান মাস। তাই রাজধানী জাকার্তার সবচেয়ে বড় ইসতিকলাল মসজিদে ভিড় করেন মুসল্লিরা। সেখানে শারীরিক দূরত্ব এবং অন্যান্য করোনা শিষ্টাচার মেনেই পড়েন তারাবিহ। যোগ দেন অনেক নারীও।

গেলো সপ্তাহেই দেশটির সরকার ঘোষণা দিয়েছে, সব ওয়াক্তের নামাজের জন্যেই খোলা থাকবে মসজিদ। তবে করোনার বিস্তাররোধে ইসলামিক চিন্তাবিদরা এ বছর ঘরেই নামাজ আদায়ের জন্য মুসল্লিদের উৎসাহিত করছেন।

ইউএইচ/

Exit mobile version