Site icon Jamuna Television

বরেণ্য সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ আর নেই

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের বরেণ্য সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। করোনায় গত ২০ দিন ধরে ভুগছিলেন তিনি। রোববার আইসিইউ’তে লাইফ সাপোর্টে নেয়া হয় ফরিদ আহমেদকে। মার্চের শেষ সপ্তাহে সস্ত্রীক করোনা পজেটিভ হন তিনি।

চিকিৎসকরা জানান, করোনায় তার ফুসফুসের ৬০ ভাগের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

অনেক কালজয়ী গানের সুরকার ফরিদ আহমেদ। ২০১৭ সালে সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ‘তুমি রবে নীরবে’ সিনেমায় সঙ্গীত পরিচালনার জন্য এই পুরস্কার অর্জন করেছিলেন ফরিদ আহমেদ।

ইউএইচ/

Exit mobile version