Site icon Jamuna Television

নিয়মিত পর্ন দেখতেন ‘শিশু বক্তা’ মাদানী: জিএমপি

‘শিশু বক্তা’ রফিকুল মাদানী আটক

রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেয়া বিতর্কিত ‘শিশু বক্তা’রফিকুল ইসলাম মাদানীর মোবাইল ফোনে আপত্তিকর অ্যাডাল্ট কনটেন্ট তথা অশ্লীল পর্ন পেয়েছে ফরেনসিক বিশেষজ্ঞরা।

মঙ্গলবার গাজীপুর মেট্টোপলিটন পুলিশ (জিএমপি) এর উপ পুলিশ কমিশনার ইলতুৎ মিশ যমুনা নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ দাবি করে, তিনি নিয়মিত পর্নোগ্রাফি ভিডিও দেখাসহ রাষ্ট্রিবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(৫) (ক) ধারা যুক্ত করা হয়।

এর আগে ৭ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটকের পর গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে র‍্যাব। এছাড়াও বাসন থানায় আরও একটি মামলা রয়েছে। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর থেকে তিনি গাজীপুরের জেল হাজতে রয়েছেন।

Exit mobile version