Site icon Jamuna Television

সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখার অনুরোধ

লকডাউনে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখার অনুরোধ জানিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি মন্ত্রীপরিষদ বিভাগ।

লকডাউনের আগে ব্যাংকের শেষ কর্মদিবস আজ। তাই সকাল থেকে বিভিন্ন শাখার বাইরে গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কার্যক্রম শুরুর আগেই বাইরে লাইনে দাঁড়ান অনেকে। নগদ টাকা তুলতে আসছেন গ্রাহকদের বড় অংশ।

নির্দিষ্ট সংখ্যক গ্রাহককে ব্যাংকের ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে। তাই অনেক শাখার বাইরে লাইন চলে এসেছে সড়ক পর্যন্ত। সেখানে শারীরিক দূরত্ব খুব একটা মানা হচ্ছে না। তবে ব্যাংকের ভেতরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয়েছে।

বাণিজ্যিক এলাকার গ্রাহকের চাপ সবচেয়ে বেশি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশ, শেষ দিন হবার সুবাদে আজ ব্যাংকিং কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত। আনুষঙ্গিক কাজ শেষ করতে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে ব্যাংক।

বলা হয়েছে কাল থেকে লকডাউনে এজেন্ট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে। তবে এটিএম বুথ থেকে টাকা তোলা যাবে। চালু থাকবে অনলাইন লেনদেনও। গ্রাহক বুথ থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন।

Exit mobile version