দ্বিতীয় ডোজ করোনার টিকা গ্রহণ করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। মঙ্গলবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি টিকাগ্রহণ করেন।
সেনাপ্রধান এর আগে ১৪ ফেব্রুয়ারি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেন। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে প্রথম কর্মদিবসেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনা ভাইরাসের টিকা নেন তিনি।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, সারাদেশে গত ৮ এপ্রিল করোনাভাইরাস প্রতিরোধে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

