Site icon Jamuna Television

নবজাতক দত্তক না পেয়ে ভাগ্নির শিশুপুত্রকে খুন

বগুড়া ব্যুরো:

নবজাতক দত্তক দিতে রাজি না হওয়ায় ভাগ্নির ছয় বছরের শিশুপুত্রকে গলা কেটে হত্যা করেছেন মালতী বেগম (৫২) নামের এক নারী।

মঙ্গলবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলা থেকে সিয়াম নামের ছয় বছর বয়সী ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সন্ধ্যায় আটকের পর মালতী পুলিশকে জানান, সাবিনার ভাই মমিনের যমজ সন্তানের একজনকে দত্তক চেয়েছিলেন তিনি। কিন্তু তারা রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে সাবিনার শিশুপুত্রকে খুন করেন তিনি।

মঙ্গলবার রাতে কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার আলী আশরাফ
ভূঞা জানান, সোমবার শাজাহানপুর উপজেলার বাসিন্দা মালতী বেগম তার ভাগ্নি
সাবিনার সঙ্গে আরেক ভাগ্নি মোর্শেদার নন্দীগ্রাম উপজেলার বাসায় বেড়াতে যান।
সেখানে গিয়ে সাবিনার ভাই মোমিনের যমজ দুই নবজাতকের একজনকে তার পরিচিত এক নিঃসন্তান দম্পতির জন্য দত্তক দেয়ার প্রস্তাব দেন মালতী। সাবিনা এবং মোমিন দত্তক দিতে রাজি না হওয়াও সোমবার রাতে মালতীর সঙ্গে তাদের বাদানুবাদও হয়।

তিনি বলেন, মঙ্গলবার সকালে চকলেট ও চানাচুর খাওয়ানোর কথা বলে মায়ের সামনে দিয়েই শিশু সিয়ামকে বাড়ির বাইরে নিয়ে যান মালতী। দুপুরে শাজাহানপুর উপজেলার একটি ধানক্ষেত থেকে সিয়ামের গলাকাটা মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

ইউএইচ/

Exit mobile version