Site icon Jamuna Television

২২ ফেব্রুয়ারির পর থেকেই ‘সাবেক’ হয়ে যাচ্ছেন শাকিব-অপু

আগামী ২২ ফেব্রুয়ারির পর থেকে ‘সাবেক দম্পতি’ বলতে হবে শাকিব খান-অপু বিশ্বাসকে। কারণ সেদিনই কার্যকর হচ্ছে তাদের তালাক।

গেল বছরের ২২ নভেম্বর অপু বিশ্বাসকে তালাক নোটিশ দিয়েছিলেন শাকিব খান। আইন অনুযায়ী সেটি কার্যকর হতে সময় লাগে ৯০ দিন অর্থাৎ তিন মাস। আগামী ২২ ফেব্রুয়ারি অপুকে পাঠানো শাকিবের তালাক নোটিশের ৯০ দিন পূরণ হচ্ছে। আর ওই দিন থেকে শাকিব-অপুর ডিভোর্স কার্যকর হচ্ছে।

শাকিব এখন ‘সুপার হিরো’ চলচ্চিত্রের শুটিংয়ে সিডনিতে। ১৭ অথবা ১৮ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন। ফিরেই যাবেন ভারতে। এর পর স্কটল্যান্ডে। এ বিষয়ে শাকিবের বক্তব্য, আমি এভাবে আর সংসার করতে চাই না। চাই, এটি শেষ হয়ে যাক। যেটি শেষ হচ্ছে, সেটি নিয়ে কোনো কিছু বলার নেই।

অপু বিশ্বাসের সঙ্গে শেষ মুহূর্তে কোনো ধরনের সমঝোতার সম্ভাবনা নাকচ করেন তিনি। বলেন, একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য পারস্পরিক শ্রদ্ধা থাকতে হবে। আমি মনে করি, তা এখন আর অবশিষ্ট নেই।

আব্রাহামের ভালোর জন্য সেরাটা দেয়ার চেষ্টা করবেন জানিয়ে শাকিব বলেন, ছেলের খরচ বাবদ এখন প্রতি মাসে অপুকে এক লাখ দিচ্ছি। এ টাকা নগদে অথবা চেকে দেয়া হচ্ছে।

তালাক কার্যকরের পর অপু বিশ্বাসকে বিয়ের দেনমোহরের সাত লাখ টাকা পরিশোধ করা শাকিব খান জানিয়েছেন।

Exit mobile version