Site icon Jamuna Television

ঢাবিতে প্রতীকী মঙ্গল শোভাযাত্রা

চৈত্রসংক্রান্তির মাধ্যমে ১৪২৭ সনকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হল নতুন বছর ১৪২৮। কিন্তু গতবারের মত এবারো ভিন্ন এক পরিস্থিতিতে এলো অসাম্প্রদায়িক এই উৎসব। সর্বাত্মক লকডাউন, চারপাশে এক অনাকাঙ্ক্ষিত কঠিন বাস্তবতায় মানুষ। করোনা সংক্রমণের কারণে গত বছরের মতো এ বছরও মহাআড়ম্বরে পালিত হয়নি মঙ্গল শোভাযাত্রা। তবে প্রতীকী শোভাযাত্রা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। লকডাউন বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪২৮ সীমিত পরিসরে এই কর্মসূচী হয়।

চারুকলা অনুষদের শিল্পীদের তৈরি বিভিন্ন মুখোশ ও প্রতীক নিয়ে অনুষদ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য ড. মোহাম্মদ সামাদসহ অন্যান্য শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

‘কাল ভয়ংকরের বেশে এবার ওই আসে সুন্দর’ প্রতিপাদ্য নিয়ে পালিত হয়েছে প্রতীকী মঙ্গল শোভযাত্রা। এসময় দেশবাসীকে স্বাস্থ্যবিধি মানতে ও শারীরিক দূরত্ব বজায় রাখতে আহবান জানান আয়োজকরা।

Exit mobile version