Site icon Jamuna Television

আমিরাত উপকূলে ইসরায়েলি জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

সংযুক্ত আরব আমিরাত উপকূলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একটি ইসরায়েলি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার ফুজাইরা উপকূলে এ ঘটনা ঘটে।

ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন ধরে যায় হাইপেরিয়ন নামের জাহাজটিতে। তবে এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জাহাজটি ইসরায়েলি রে শিপিং কোম্পানির। গেলো ফেব্রুয়ারিতেও একই প্রতিষ্ঠানের অপর একটি জাহাজ ইরানি হামলার শিকার হয়। নাতানজ পরমাণু স্থাপনায় গোলযোগের প্রতিশোধ নিতে ইরানের অঙ্গীকারের পরদিনই এই হামলা হয়েছে। যদিও এই হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি তেহরান কিংবা তেল আবিব।

ইউএইচ/

Exit mobile version