Site icon Jamuna Television

মিয়ানমারে সিরিয়ার গৃহযুদ্ধের মতো আশঙ্কা জাতিসংঘের

মিয়ানমারে সিরিয়ার গৃহযুদ্ধের মতো আশঙ্কা জাতিসংঘের

মিয়ানামারে চলমান রাজনৈতিক সহিসংতা অব্যাহত থাকলে তা সিরিয়ার মতো গৃহযুদ্ধে পরিণত হতে পারে। এমন শঙ্কা জাতিসংঘের।

এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাশেলেট বলেন, মিয়ানমারে রাজনৈতিক সহিংসতা চরম আকার ধারণ করেছে। প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা। দেশটির সাধারণ মানুষের ওপর অব্যাহত রয়েছে সেনাবাহিনীর দমন-পীড়ন। ফলে সিরিয়ার মতো গৃহযুদ্ধের পরিস্থিতি দেখা দিয়েছে।

গেল ফেব্রুয়ারিতে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিসহ তার রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার করে সেনাবাহিনী। জারি করা হয় জরুরি অবস্থা। কিন্তু সামরিক শাসন প্রত্যাখান করে এর বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ শুরু করে সাধারণ জনগণ। সামরিক জান্তার নির্যাতনে এখন পর্যন্ত ৭শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে।

Exit mobile version