Site icon Jamuna Television

সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত করতে হবে করোনাকে: কাদের

সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত করতে হবে করোনাকে: কাদের

আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে বাংলা নববর্ষ ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, মহামারির কারণে চিরচেনা রূপ হারিয়েছে পহেলা বৈশাখ। করোনা প্রতিরোধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহবান জানান তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত ও পরাজিত করতে হবে করোনাকে। শেখ হাসিনার নেতৃত্বে করোনার বিরুদ্ধে, সাম্প্রদায়িক শত্রুর বিরুদ্ধে জয়ী হবে বাংলাদেশ।

Exit mobile version