Site icon Jamuna Television

নড়াইলে ব্যবসায়ীকে গুলির ঘটনার অস্ত্রসহ গ্রেফতার এক

নড়াইলে ব্যবসায়ীকে গুলির ঘটনার অস্ত্রসহ গ্রেফতার এক

নড়াইলে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামী সাব্বির সরদারকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

গ্রেফতারকৃত সাব্বির সরদার যশোরের কোতোয়ালি থানার রঘুরামপুর এলাকার নওয়াব আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ৬ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে নড়াইল সদরের ধোপাখোলা এলাকায় দু’টি মোটরসাইকেল যোগে এসে ছয়জন দুর্বৃত্ত ভাঙ্গারি ব্যবসায়ী মুজিবরের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে মুজিবরকে হত্যার উদ্দেশ্যে পিস্তল দিয়ে পায়ে গুলি করে ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় তারা। এছাড়া তার পিঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

পরে পরিবারের লোকজন মুজিবুরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে। মুজিবর ধোপাখোলা এলাকায় বাড়ির পাশেই ভাঙ্গারি ব্যবসা করেন।

এ ঘটনায় গত ৯ এপ্রিল ভুক্তভোগী মুজিবর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করে। মুজিবর হত্যা চেষ্টার ছয় আসামির মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

Exit mobile version