Site icon Jamuna Television

জয়ার সাথে পাওলি, কোয়েল আউট!

কলকাতায় এখন তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসান। সম্প্রতি একটি চলচিত্রে কোয়াল মল্লিককে সরিয়ে প্রধান চরিত্রে নেয়া হয়েছে জয়াকে। যদিও ‘কণ্ঠ’ নামের এই চলচ্চিত্রে শুরু থেকেই অভিনয়ের কথা ছিল জয়ার। কিন্তু তখন প্রধান চরিত্রে অভিনয়ের কথা ছিল কোয়েলের।

কলকাতার নন্দিতা রায় ও শিবপ্রসাদের এই চলচ্চিত্রের জন্য বছর দুয়েক আগেই চুক্তিবদ্ধ হন জয়া আহসান। কাজ শুরু হতে দেরি হচ্ছিল। এরইমধ্যে বদলে গেছে জয়া আহসানের চরিত্র। অজ্ঞাত কারণে বাদ পড়েছেন কোয়েল মল্লিক। আর জয়ার জায়গায় এলেন পাওলি দাম।

Exit mobile version