Site icon Jamuna Television

সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে ঢাকায় বেড়েছে মানুষের চলাচল

সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে ঢাকায় বেড়েছে মানুষের চলাচল

চলছে সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন। প্রথম দিনের তুলনায় সড়কে আজ মানুষের চলাচল বেশি।

গতকাল ছুটির পর আজ ব্যাংক ও গার্মেন্টস খোলায় মানুষের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। এদের বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব।

পুলিশ বলছে, কারওয়ান বাজার এলাকায় রাজধানীর বৃহত্তর পইকারি কাঁচাবাজার হওয়ায় সেখানে লোকসমাগম বেশি। এদিকে মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে বাইরে আসা মানুষদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাদের মধ্যে কেউ কেউ সন্তোষজনক উত্তর দিলেও বেশিরভাগই দেখাচ্ছেন খোঁড়া অজুহাত।

Exit mobile version