Site icon Jamuna Television

লকডাউনের দ্বিতীয় দিনেও মফস্বলের বাজারে সমাগম আগের মতোই

সর্বাত্নক লকডাউনের দ্বিতীয় দিনেও মফস্বলের বাজারে সমাগম আগের মতোই

সর্বাত্নক লকডাউনের দ্বিতীয় দিনেও সারা দেশের বাজারগুলোতে আগের মতোই জনসমাগম।

ভোর থেকেই মাদারীপুর সদরের শিলারচর হাটে উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধি কিংবা শারীরিক দূরত্ব মানার বালাই নেই। কঠোর লকডাউনের মধ্যেই জমজমাট হাট। বেশিরভাগ মানুষের মুখেই নেই মাস্ক। একে অন্যের সাথে হাত মেলাচ্ছেন অবলীলায়। প্রধান সড়কগুলোতে গতকালের তুলনায় মানুষের উপস্থিতি বেড়েছে।

এদিকে শিল্প অধ্যুষিত জেলাগুলোর সড়কে কর্মজীবী মানুষের জটলা তৈরি হচ্ছে। বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। ঘর থেকে বের হলেই জেরার মুখে পড়তে হচ্ছে। সর্বাত্মক এই লকডাউন বলবৎ থাকবে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত।

Exit mobile version