Site icon Jamuna Television

অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ বন্ধ করলো ডেনমার্ক

অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ বন্ধ করলো ডেনমার্ক

ইউরোপের প্রথম দেশ হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা প্রতিরোধক ভ্যাকসিনের ব্যবহার সম্পূর্ণ বাতিল করলো- ডেনমার্ক।

বুধবার দেশটির ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানায়, টিকাগ্রহণের পর পার্শ্ব-প্রতিক্রিয়া হিসেবে রক্ত জমাট বাধার ঘটনাকেই তারা বিবেচনা করেছেন। জানিয়েছে, পরবর্তী নির্দেশনা দেয়ার আগ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার সরবরাহ করা ২৪ লাখ ডোজ টিকা প্রত্যাহার করে নেয়া হবে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টিকাটি গ্রহণের পর রক্ত জমাট বাঁধার পরিমাণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত। ৪০ হাজারের মধ্যে একজনের ক্ষেত্রে এই পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া গেছে দেশটিতে। এ কারণে, গেলো মাসেই ইউরোপসহ বিশ্বের অন্তত ২২টি দেশ সাময়িকভাবে টিকাটির প্রয়োগ স্থগিত করেছিলো।

তবে ইউরোপীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ছাড়পত্র দেয়ার পর পুনরায় শুরু হয়েছে প্রয়োগ। মঙ্গলবার একই উদ্বেগ থেকে জনসন অ্যান্ড জনসনের টিকার ব্যবহার স্থগিত করে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইইউ।

Exit mobile version