Site icon Jamuna Television

কোটালীপাড়ায় ট্রাক-এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক নিহত

কোটালীপাড়ায় ট্রাক-এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক নিহত

স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ট্রাক-এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ফুরু শেখ (৫৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের তারশী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফুরু শেখ উপজেলার তারাশী গ্রামের মৃত হামেদ শেখের ছেলে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক প্রথমে স্ট্যান্ডে দাড়িয়ে থাকা ভ্যানগাড়ীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কোটালীপাড়া থেকে ছেড়ে যাওয়া একটি এ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ট্রাক ও এ্যাম্বুলেন্সের মাঝে পড়ে ভ্যান চালক ফুরু শেখ গুরুতর আহত হয়। গুরুতর আহত ফুরু শেখকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ভর্তি করা হলে এখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে চিকিৎসকের পরামর্শে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ট্রাক ও এ্যাম্বুলেন্স আটক করা হলেও উভয় গাড়ীর চালক পালিয়ে যায় বলে জানান ওসি।

Exit mobile version