Site icon Jamuna Television

সিটি স্ক্যান রিপোর্ট ভালো আসলে বাসায় যেতে পারবেন খালেদা

সিটি স্ক্যান রিপোর্ট ভালো আসলে খালেদা জিয়া বাসায় ফিরে যেতে পরবেন বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক।

বৃহস্পতিবার সন্ধ্যায় করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিটি স্ক্যান করাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তার শরীরে করোনার তেমন কোনো উপসর্গ নেই। করোনায় আক্রান্ত হওয়ার পর তার বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেগুলোর রিপোর্টও ভালো এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর আগে, বুধবার খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে তার বাসভবন ফিরোজায় যায় মেডিকেল টিম। সেখান থেকে বেরিয়ে মেডিকেল টিমের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো। ব্লাড প্রেশার ঠিক আছে। অক্সিজেন সেচ্যুরেশন ঠিক আছে। তবে সকালে হালকা জ্বর ছিল। তাপমাত্রা ১০০ কাছাকাছি ছিল। তবে তিনি স্থিতিশীল আছেন।

Exit mobile version