Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে প্রাণ গেছে ১১শ’র বেশি মানুষের

ভারতে দ্বিতীয় দিনের মতো দৈনিক সংক্রমণ ২ লাখ ছাড়িয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনা শনাক্ত রোগী ১ কোটি ৪২ লাখের বেশি।

২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১শ’র বেশি মানুষের। ফলে দেশটিতে মোট মৃত্যু ২ লাখ ১৬ লাখের বেশি। মৃত্যু ও সংক্রমণের হিসেবে শীর্ষে মহারাষ্ট্র। এরপরই অবস্থান দিল্লির। পরিস্থিতি নিয়ন্ত্রণে সপ্তাহান্তে কারফিউ জারি করা হয়েছে দিল্লিতে। ফলে শুক্রবার রাত ১০টা থেকে সোমবার সকাল ৬টা জারি থাকবে কড়াকড়ি।

শুধুমাত্র খাবার এবং ওষুধের দোকান নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়া বাজার, অডিটোরিয়াম, জিম, শপিং মল এবং সিনেমা হল বন্ধ থাকবে। কড়াকড়ির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন থাকবে নিরাপত্তা বাহিনী।

Exit mobile version