Site icon Jamuna Television

ফেসবুক আইডির মালিক হলেন সাকিবপুত্র আইজাহ!

দুই কন্যা সন্তানের পর গত ১৬ মার্চ পুত্রসন্তানের জনক হয়েছেন সাকিব আল হাসান। প্রায় এক মাস পর গতকাল নিজের ভ্যারিফাইড ফেসবুক পেইজে পুত্র সন্তানের নাম জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের সেরা তারকা সাকিব আল হাসান। এর পর থেকেই তাকে এবং তার পুত্র সন্তানকে নিয়ে আগ্রহের কমতি নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ইতোমধ্যেই সাকিব আল হাসানের একমাত্র পুত্র সন্তানের নামে খোলা হয়ে গেছে ফেসবুক আইডি। সেই আইডির নাম দেওয়া হয়েছে আইজাহ আল হাসান। তবে মাত্র ১ মাস বয়সের আইজাহরের ফেসবুক আইডি কে খুলেছেন সেটা নিয়ে রয়েছে   প্রশ্ন।

যদি আইজাহর আইডি তার পরিবারের কেউ খুলে থাকে তাহলে সেটা খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু যদি কেউ রসিকতা করে বা অন্য কোনো উদ্দেশ্যে আইডিটি খুলে থাকে তবে সেটি হবে অপরাধ। আইজাহর ফেসবুক আইডির ছবি নিয়ে এমন টাইপের কমেন্ট করেছে সাধারণ ভক্তরা।

Exit mobile version