Site icon Jamuna Television

জেলা ও বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সর্বাত্নক লকডাউনের তৃতীয় দিনে সড়ক অনেকটাই ফাঁকা। জরুরি সেবার বাহন ছাড়া গাড়ি চলছে না শহরের রাস্তাঘাটে। জেলা ও বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়েছে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বেশিরভাগ মহাসড়কই ট্র্যাকের দখলে।

ভোর থেকেই রংপুরের সিটি বাজারে স্বাভাবিক দিনের মতোই ভিড়। স্বাস্থ্যবিধি কিংবা শারীরিক দূরত্ব মানা হয়নি কোথাও। কঠোর লকডাউনের মধ্যেই জমজমাট বেচাকেনা হয়েছে সকাল থেকে। বেশিরভাগ মানুষের মুখেই নেই মাস্ক। এদিকে, শহরের রাস্তাঘাটগুলোয় মানুষের উপস্থিতি অনেকটাই কম।

জরুরি প্রয়োজনে বের হলেও পড়তে হচ্ছে পুলিশের জেরার মুখে। যারা অপ্রয়োজনে বের হচ্ছেন, তাদের প্রতি কিছুটা কড়া হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Exit mobile version