Site icon Jamuna Television

আইপিএলে চেন্নাইয়ের মুখোমুখি হবে পাঞ্জাব

অষ্টম ম্যাচে আজ মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

নিজেদের প্রথম ম্যাচে ১৮৮ রানের বড় স্কোর গড়েও হার দিয়ে আইপিএল অভিযান শুরু করেছে চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় ম্যাচে তাই জয়ের ধারায় ফিরতে মরিয়া ধোনির দল। হারলেও চেন্নাইয়ের একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই। কেননা দলের দুই পেসার, দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি আর অস্ট্রেলিয়ার জেসন ব্যারেনড্রফ এখনও কোয়ারিন্টিনে রুমে বন্দি।

অন্যদিকে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে পাঞ্জাব। অধিনায়ক লোকেশ রাহুল, ক্রিস গেইল আর দিপক হুদা প্রথম ম্যাচের দাপুটে ব্যাটিং, আবারো দেখিয়ে দ্বিতীয় জয় এনে দেবে বিশ্বাস কিংসদের। অপরিবর্তিত একাদশি নিয়ে মাঠে নামবে পাঞ্জাব।

Exit mobile version