Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসে বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস শহরে বন্দুকধারীর গুলিতে আট ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবারের এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

পুলিশ জানায় ইন্ডিয়ানাপোলিসের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ফেডেক্সের কার্যালয়ে এই ঘটনা ঘটে। বহুজাতিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানটিতে অস্ত্র নিয়ে প্রবেশ করেন এক ব্যক্তি। এরপর এলোপাতাড়ি গুলি করতে থাকে হামলাকারী।

এসময় গুলিবিদ্ধ হয় বেশ কয়েকজন। ঘটনাস্থলেই প্রাণ যায় ৪ জনের। ধারণা করা হচ্ছে হামলাকারী আত্মহত্যা করেছেন। হামলার কারণ কিংবা হামলাকারীর সাথে কোনো জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা আছে কি না তা এখনো তদন্ত করছে পুলিশ।

Exit mobile version