Site icon Jamuna Television

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

সাইবার হামলা, নির্বাচনে হস্তক্ষেপ ও ইউক্রেনকে হুমকির দায়ে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন কড়াকড়ির
এ ঘোষণা দেন। রাশিয়ার ১৬ প্রতিষ্ঠান ও দেশটির ১৬ শীর্ষ কর্মকর্তার ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়।

নির্বাহী আদেশে বাইডেন বলেন, গেলো বছর ভয়াবহ স্টারউইন্ড সাইবার হামলার পেছনে হাত রয়েছে রাশিয়ার। ইউক্রেনে বিদ্রোহ উস্কে দেয়ার পাশাপাশি মার্কিন নির্বাচনে হস্তক্ষেপও করেছে মস্কো। কড়াকড়ির ফলে রুশ প্রতিষ্ঠানকে নিষিদ্ধ এবং রুশ কূটনীতিককে বরখাস্তসহ বেশ কিছু পদক্ষেপ নেয়া হবে।

এদিকে, ওয়াশিংটনের এই সিদ্ধান্তের কড়া জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো।

ইউএইচ/

Exit mobile version